শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১২

সিগারেটে শূকরের রক্ত! .....এর পরও কি ধুমপান ছাড়বেন না ...একটা ভয়াবহ তথ্য

Leave a Comment
সিগারেটে শূকরের রক্ত!
অস্ট্রেলিয়ার এক প্রফেসরের মন্তব্য।

ইউনিভার্সিটি অব সিডনির প্রফেসর সিমন চ্যাপম্যান বলেছেন, সিগারেটের ফিল্টারে ব্যবহার করা হয় শূকরের রক্ত। নেদারল্যান্ডসের এক গবেষণাকে উদ্ধৃত করে তিনি বলেন, ওই গবেষণায় দেখা গেছে, ১৮৫টি সিগারেট উৎপাদনকারী কারখানায় ব্যবহার করা হয় শূকর। কারণ সিগারেটের ফিল্টারে রক্তের গুরুত্বপূর্ণ উপাদান হিমোগ্লোবিন ব্যবহার করা হয়।

সিমন চ্যাপম্যান আরও বলেছেন, সিগারেট উৎপাদনকারী কোম্পানিগুলো কি কি উপাদান ব্যবহার করছে তা গোপন রাখায় এ বক্তব্যের বিষয়টি নিয়ে বেশি জটিলতা সৃষ্টি হয়েছে। তারা বলে, এটা তাদের ব্যবসা এবং তারা ব্যবসার গোমর ফাঁক করবে না। তিনি বলেছেন, নেদারল্যান্ডসের ওই গবেষণায় বলা হয়েছে, শূকরের রক্ত থেকে হিমোগ্লোবিন নিয়ে তা সিগারেটের ফিল্টারে ব্যবহার করা হয়েছে, যাতে ক্ষতিকর রাসায়নিক উপাদান তাতে আটকা পড়ে। ফুসফুসে প্রবেশে বাধা পায়। চ্যাপম্যান আরও বলেছেন, গ্রিসের একটি ব্রান্ড-এর সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান স্বীকার করেছে শূকরের হিমোগ্লোবিন ব্যবহারের অভিযোগ।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন